Elon Musk’s advice for getting rich Elon Musk’s advice. If you want to be rich, there is no alternative to positive thoughts and actions in life. Along with this, you need to keep a few things in mind. Find out what they are-
Elon Musk’s advice for getting rich
Find multiple ways to earn money: Do not prioritize just one specific job to earn money. For example, start a small business along with your job. Which will help you earn more.
Hang out with ambitious people: Associate with ambitious people. This will increase your confidence in yourself. As a result, you will be able to move forward towards your goals.
Think about big things: Do not think about small things, but always think about big things. Expand your thinking about what needs to be done to fulfill your dreams.
Invest: You can also save money in the future by investing money in various things. Which will fulfill your dream of becoming rich at some point. Although there is a risk of loss in investment, but to achieve success, you have to take a little risk!
Be frugal: The only way to save money is to be thrifty. The less you can spend wisely, the more you can accumulate. So, keep a budget. Even the richest people in the world do not believe in spending more money unnecessarily.
Wake up in the morning: If you want to be rich, you must also maintain a proper and healthy lifestyle. For this, wake up early in the morning, then do physical exercise.
Remember, just as you can keep your body healthy through a healthy lifestyle, you can also motivate your mind to work towards achieving your goals.
Set goals: Set your goals for fulfilling your dream of becoming rich. And move towards that goal through relentless work. The more realistic your goals are, the more you will move towards success.
Pay off debts: Rich people are also very careful about paying off their debts. Lighten the burden of debt as soon as possible. Otherwise, there can be terrible consequences.
Give up comfort: If you want to be rich, you must get out of your comfort zone. Rich people are always thinking about work, that’s why they don’t like a life of comfort.
ধনী হবার জন্য ইলন মাস্কের পরামর্শ
ইলন মাস্কের পরামর্শঃ ধনী হতে চাইলে জীবনে ইতিবাচক চিন্তা ও কর্মকাণ্ডের বিকল্প নেই। এর পাশপাশি কয়েকটি বিষয় মাথায় রাখতে হবে। জেনে নিন কী কী-
আয়ের একাধিক রাস্তা খুঁজুনঃ অর্থ উপার্জনের জন্য শুধু একটি নির্দিষ্ট কাজকে প্রাধান্য দেবেন না। ধরুন, চাকরির পাশাপাশি ছোটখাট ব্যবসা শুরু করুন। যা আপনাকে আরও উপার্জনে সহায়তা করবে।
উচ্চকাঙ্খী মানুষের সঙ্গে আড্ডা দিনঃ উচ্চাকাঙ্খী মানুষদের সঙ্গে মেলামেশা করুন। এতে নিজের মধ্যে আত্মবিশ্বাস আরও বাড়বে। ফলে লক্ষ্য পূরে আরও এগিয়ে যেতে পারবেন।
বড় বিষয় নিয়ে চিন্তা করুনঃ শছোটখাট বিষয় নিয়ে চিন্তা না করে বরং সব সময় বড় বিষয় নিয়ে ভাবুন। আপনার স্বপ্নপূরণের ক্ষেত্রে কী কী করণীয় সে বিষয়ে চিন্তার পরিধি আরও বাড়ান।
বিনিয়োগ করুনঃ বিভিন্ন কাজে অর্থ বিনিয়োগ করার মাধ্যমেও আপনি ভবিষতে অর্থ সঞ্চয় করতে পারবেন। যা এক সময় আপনার ধনী হওয়া স্বপ্ন পূরণ করবে। যদিও বিনিয়োগে ঝুঁকি থাকে লস হওয়ার, তবে সাফল্য পেতে হলে তো ঝুঁকি একটু নিতেই হবে!
মিতব্যায়ী হনঃ অর্থ সঞ্চয়ের একমাত্র উপায় হলো মিলব্যায়ীতা। আপনি যতটা বুঝে শুনে কম খরচ করতে পারবেন, ততই অর্থ জমাতে পারবেন। তাই বাজেট করে চলুন। বিশ্বের যত ধনী ব্যক্তি আছেন, তারাও প্রয়োজন ছাড়া বেশি অর্থ ব্যায়ে বিশ্বাসী নন।
সকালে ঘুম থেকে উঠুনঃ ধনী হতে চাইলে জীবনধারাও সঠিক ও সুস্থ রাখতে হবে। এজন্য সকালে ঘুম থেকে উঠুন দ্রুত, এরপর করুন শরীরচর্চা।
মনে রাখবেন, সুষ্ঠু জীবনযাত্রার মাধ্যমে আপনি যেমন শরীরকে সুস্থ রাখতে পারবেন, ঠিক তেমনই মনকেও লক্ষ্য পূরণে কাজ করার জন্য উৎসাহী করতে পারবেন।
লক্ষ্য নির্দিষ্ট করুনঃ ধনী হওয়ার স্বপ্নপূরণের ক্ষেত্রে আপনার লক্ষ্য নির্দিষ্ট করুন। আর সেই লক্ষ্যেই এগিয়ে যান নিরলস পরিশ্রমের মাধ্যমে। আপনার লক্ষ্য যতটা বাস্তবাদী হবে, ততটাই আপনি সফলতার পথে এগিয়ে যাবেন।
ঋণ পরিশোধ করুনঃ ধনী ব্যক্তিরাও তাদের ঋণ পরিশোধের বিষয়ে খুব সতর্ক থাকেন। যত দ্রুত সম্ভব ঋণের বোঝা হালকা করুন। না হলে ভয়াবহ পরিণতি হতে পারে।
আরাম-আয়েশ ত্যাগ করুনঃ ধনী হতে চাইলে আপনাকে অবশ্যই কমফোর্ট জোন থেকে বেরিয়ে আসতে হবে। ধনী ব্যক্তিরা সর্বদা কাজ নিয়ে ভাবেন, এজন্য তারা আরাম-আয়েশের জীবন পছন্দ করেন না।