সারা দেশে জেঁকে বসেছে শীত। সেই সঙ্গে দেশের বিভিন্ন অঞ্চলে দেখা দিয়েছে শৈত্যপ্রবাহ। যা আরও দুই থেকে তিন দিন থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। আগামী ৭ জানুয়ারি ভোটের দিন আবহাওয়া কেমন থাকবে সে বিষয়ে আবহাওয়া অধিদপ্তর বলেছে, নির্বাচনের দিন পারদ আরও নিচে নামতে পারে।
এ ছাড়াও ঘন কুয়াশা শীতের অনুভূতি আরও বাড়াবে। ওইদিন তাপমাত্রা ৭ থেকে ৮ ডিগ্রি থাকবে৷ আবহাওয়া অধিদপ্তর আরও বলছে, আগামী ৭ তারিখ নাগাদ তাপমাত্রা আস্তে আস্তে আরও কমবে।
বিশেষ করে দিনাজপুর, পঞ্চগড়, কুড়িগ্রাম, রাজশাহী ও নওগাঁ এলাকায়। এ সময় মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ অব্যাহত থাকবে৷ বুধবার (৩ জানুয়ারি) দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয় পঞ্চগড়ের তেঁতুলিয়ায়, ৭ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস।
এ ছাড়া দিনাজপুর, পঞ্চগড় ও নীলফামারির ওপর দিয়ে মৃদু থেকে মাঝারি ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। এটা অব্যাহত থাকবে। দেশের বড় এলাকাজুড়ে তাপমাত্রা ৬ ডিগ্রি সেলসিয়াসের নিচে নেমে গেলে তাকে তীব্র শৈত্যপ্রবাহ হিসেবে ধরা হয়।
৬ থেকে ৮ ডিগ্রির মধ্যে থাকলে মাঝারি এবং তাপমাত্রা ৮ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে থাকলে তাকে মৃদু শৈত্যপ্রবাহ ধরা হয়।