সব চাকরির ক্ষেত্রে কোনো না কোনো পরিশ্রম প্রয়োজন হয়। সেটা হতে পারে কায়িক শ্রম বা মানসিক শ্রম। আপনাকে আপনার পছন্দ মতো চাকরি খুঁজে নিতে হবে। আমার বেশি বেতনের কম পরিশ্রমের কোনো চাকরি আছে বলে জানা নেই। কারন আপনার বেতন হবে আপনার পরিশ্রমের ভিত্তিতে। যদি আপনি অল্প পরিশ্রম করতে চান তাহলে আপনার বেতন হবে অল্প।
সাধারণত মেধা শ্রমকে কায়িক শ্রমের থেকে বেশি গুরুত্ব দিয়ে দেখা হয় এবং তুলনামূলক মেধা শ্রমের পারিশ্রমিক বেশি হয়ে থাকে। তাই আপনি এমন কোনো চাকরি করতে পারেন যেখানে মেধা শ্রম লাগে। অথবা আপনার যদি অর্থ বা জমি জমা থাকে তাহলে আপনি অন্যের বিজনেসে ইনভেস্ট করতে পারেন। এক্ষেত্রে আপনার লাভ লোকশান ছাড়া আর কোনো চিন্তা থাকবে না এবং পরিশ্রম ও করতে হবে না।
সরকারি চাকরি করার স্বপ্ন দেখেন। কারণ সরকারি চাকরিতে রয়েছে ভালো বেতনের চাকরি এবং আরামের চাকরি। সরকারি চাকরিতে মূল বেতনের পাশাপাশি অনেক ভাতাও পাওয়া যায় যেগুলো বেসরকারিতে পাওয়া যায় না। তাই সরকারি চাকরির চাহিদা কয়েকগুণ বেশি। কয়েকবছর আগেও অনেকে বলতো, সরকারি চাকরিতে নাকি ভালো বেতন পাওয়া যায় না কিন্তু এখন আর সেই দিন নেই।
সরকার ধাপে ধাপে সকল সরকারি চাকরিজীবীদের বেতন ভাতা বাড়িয়েছেন এবং আগামীতে এই ধারা অব্যাহত থাকবে। তাই সবাই সরকারিতে চাকরিতে হুমরি খেয়ে পড়ে থাকে। এদেশের মানুষ সরকারি চাকরি পাওয়াটা মনে করে সোনার হরিণের মতো। যাক অতো বেশি কথা না বাড়িয়ে আমাদের মূল আলোচনা শুরু করি, আজকে বাংলাদেশের সেরা ১০ টি সরকারি চাকরি অথবা বাংলাদেশের সেরা ১০ পেশা বিস্তারিত বলবো।
বাংলাদেশের সেরা ১০ টি সরকারি চাকরি
১ . বাংলাদেশ সিভিল সার্ভিস যেটি আপনারা অনেকে বিসিএস নামে চিনেন। বাংলাদেশ সিভিল সার্ভিস অর্থাৎ বিসিএসে চাকরির জন্য প্রতি বছর লাখ লাখ শিক্ষার্থী আবেদন করেন। সরকারের পক্ষ থেকে এই সেক্টরে ভালো মানের বেতন দেয়া হয়। ফলে এই চাকরির চাহিদা অনেক বেশি।