বাংলাদেশ সীমান্তে মিয়ানমারের উত্তেজনা এবং উস্কানি। প্রত্যেকটা দেশের জন্য একটি শূন্য এলাকা থাকে যেমন তেমনি বাংলাদেশের জন্য আছে। সেখানে মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার ঢুকে পরে বান্দরবানের ঘুমদুম এলাকায়। এলাকাবাসীর মতে তখন গোলাগুলির শব্দ শোনা যায় হেলিকপ্টার থেকে। মিয়ানমারের সীমান্ত এবং বাংলাদেশ সীমান্তের মাঝে একটা বড় জায়গা আছে। মিয়ানমার সেনাবাহিনীর হেলিকপ্টার বারবার সেই সীমান্ত রেখা অতিক্রম করে ফেলছে। এমনকি গত ৩ সেপ্টেম্বর সীমান্ত এলাকার ভিতরে গুলি এসে পড়েছে। এতে করে এলাকাবাসী আতঙ্কে দিন কাটাচ্ছে। সব করলে দেখা যায় গত ১৫ দিনের মধ্যে এটি চতুর্থ ঘটনা এর আগে তিনবার এই ধরনের ঘটনা ঘটায় মিয়ানমার সেনাবাহিনী।
রিপোর্ট অনুযায়ী দেখা যায় তুমব্রু এবং ঘুনধুম এলাকায় সর্বপ্রথম 20 আগস্ট একটি হামলা হয়। ওই একই এলাকায় ২৮ আগস্ট দ্বিতীয় হামলা হয় এবং তৃতীয় হামলাটি হয় রেজু আমতলী, ঘুমধুম এলাকায় যেটা ছিল ৩ সেপ্টেম্বর। এই ঘটনার পরিপ্রেক্ষিতে মিয়ানমারকে যতবার তলব করা হয়েছে ততবারই তারা আশাব্যঞ্জক কথা বলেছে কিন্তু সেই কথা তারা রাখেনি।
এদিকে পররাষ্ট্রমন্ত্রী জানিয়েছেন যে মিয়ানমার যতই উস্কানি দিক না কেন আর কোন রোহিঙ্গাকে বাংলাদেশে নতুন করে ঢুকতে দেওয়া হবে না
বাংলাদেশে হামলা করলো মিয়ানমার, বাংলাদেশের সময় টিভির খবর, মিয়ানমার বাংলাদেশ সীমান্ত, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত, বাংলাদেশ মায়ানমার সীমান্তের খবর, বাংলাদেশ মিয়ানমার সীমান্ত যুদ্ধ, বাংলাদেশ মিয়ানমারের খবর, মিয়ানমার ও বাংলাদেশের যুদ্ধ, বাংলাদেশ vs মিয়ানমার সামরিক শক্তি, বাংলাদেশ সিমান্ত, #বাংলাদেশ ভারত সীমান্ত যুদ্ধ ২০০১, বাংলাদেশের খবর, আবারো উসকানি দিচ্ছে মিয়ানমার, বাংলাদেশ, বাংলাদেশ বনাম মিয়ানমার, যমুনা টিভি live, বাংলাদেশ ভার্সেস মায়ানমার, বাংলাদেশ মায়ানমার বডার, সীমান্ত